মিরপুরে আগুন: পোশাক কারখানায় ১৬ লাশ, ছাদে ছিল তালা

মিরপুরে আগুন: পোশাক কারখানায় ১৬ লাশ, ছাদে ছিল তালা

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ইতোমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একতলা টিনশেড ভবনের রাসায়নিকের গুদামে প্রথমে আগুন লাগে। সেই আগুন মুখোমুখি থাকা চারতলা পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। পোশাক কারখানাটির ছাদে তালা মারা ছিল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রাসায়নিকে গুদামটি একতলা হলেও উচ্চতায় তা দুই তলার মতো। টিনশেড গুদামেরই প্রথম আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। সেই আগুন ছড়িয়ে পড়ে মুখোমুখি থাকা চারতলা পোশাক কারখানায়। এখান থেকেই ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এই ১৬ জনের শরীরের অধিকাংশই পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, তিনতলা পোশাক কারখানার বিভিন্ন জায়গা থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে আগুন লাগার সময়ে পোশাক কারখানাটির ছাদে তালা মারা ছিল।

তিনি জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাসায়নিকের গুদামের আগুন এখনো নেভেনি। আরও পড়ুন: মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

এজেডএস/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin