মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল: বুলবুল

মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল: বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, সৌম্য সরকার সবসময়ই প্রতিভাবান ক্রিকেটার ছিলেন এবং সুযোগ পেলে আরও বড় কিছু করতে পারতেন। একইসঙ্গে তিনি জানালেন, মেহেদী হাসান মিরাজ ভবিষ্যতে বাংলাদেশের নির্ভরযোগ্য নেতা হয়ে উঠবেন বলে তার দৃঢ় বিশ্বাস।

বুলবুল বলেন, ‘সৌম্য সবসময়ই ট্যালেন্টেড খেলোয়াড়। ওর সামর্থ্য আছে ১৫০ রান করার মতো। আমি সবসময় বলেছি সিলেকশন এমন একটা জায়গা, এখানে খারাপ করলেই বাদ দিয়ে দিলে হবে না। সময় দিতে হয়, ওর মতো খেলোয়াড়দের আত্মবিশ্বাস পেতে সুযোগ দরকার। ’

মিরাজ সম্পর্কে তিনি বলেন, ‘সবাই জানে মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে। তরুণ কিন্তু দায়িত্ববোধ অনেক। সামনে বাংলাদেশের নেতৃত্বে ওকে বড় ভূমিকা রাখতে দেখছি। ’

মনোবিদের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন বুলবুল। তিনি যোগ করেন, ‘আন্তর্জাতিক ম্যাচে মনোবিদ ছাড়া পারফর্ম করা খুব কঠিন। মানসিক প্রস্তুতি এখন খেলার বড় অংশ। আমরা চেষ্টা করছি খুব দ্রুত একজন মনোবিদ নিয়োগ দিতে। ’

এছাড়া মিরপুরের উইকেট নিয়েও মন্তব্য করেন বিসিবি প্রেসিডেন্ট। এ সম্পর্কে তিনি বলেন, ‘মিরপুরের উইকেট আসলেই জটিল। ব্যাটসম্যানদের জন্য যেমন কঠিন, বোলারদেরও চ্যালেঞ্জিং। ভবিষ্যতে বাইরে থেকে মাটি এনে দুটো নতুন উইকেট তৈরি করা যায় কিনা, সেটা আমরা ভাবছি। ’

বাংলাদেশ দলের পারফরম্যান্স উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনা, মানসিক সহায়তা ও স্থিতিশীল সিলেকশন নীতির ওপরই জোর দিচ্ছে বর্তমান বোর্ড এমনটাই জানালেন আমিনুল ইসলাম বুলবুল।

এফবি/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin