মহানগরকে উড়িয়ে শেষ চারে আকবরের রংপুর

মহানগরকে উড়িয়ে শেষ চারে আকবরের রংপুর

শেষ চারের চার দলকে পেয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। সিলেটে আজ ঢাকা মহানগরকে ৩ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠেছে রংপুর বিভাগ। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে মহানগরের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল রংপুর। আজ ম্যাচ জিতে পয়েন্ট সমান করে নেট রান রেটেও মহানগরকে পেছনে ফেলেছে আকবর আলীর দল।

আগে ব্যাটিং করে পুরো ২০ ওভার খেলে মহানগর ৮ উইকেট হারিয়ে করতে পারে ৯০ রান। এই রান পেরোতে ৭ উইকেট হারালেও ১১ ওভারেই জয় পেয়ে যায় রংপুর। তাতে নেট রান রেট নিয়ে সব দুশ্চিন্তা দূর হয়ে যায় দলটির। রানতাড়ায় রংপুরের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেছেন জাহিদ জাভেদ।

৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ হওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটর। বৃহস্পতিবার সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ কারা, সেটি নির্ধারিত হবে আগামীকাল। দলটির সম্ভাব্য প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা কিংবা ঢাকা বিভাগ। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম আগামীকাল খেলবে ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা ঢাকা বিভাগের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা খুলনা ও প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যাওয়া সিলেট।

চট্টগ্রাম ও খুলনা জিতলে এই দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সে ক্ষেত্রে এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ হবে ঢাকা বিভাগ। চট্টগ্রাম ও খুলনা দুই দলই হেরে গেলে নেট রান রেটে নির্ধারিত হবে এই দুই দলের মধ্যে কারা এলিমিনেটর খেলবে, সেটি। তবে ঢাকা চট্টগ্রামকে হারালে আর খুলনা জিতলে এলিমিনেটর হবে চট্টগ্রাম-রংপুরের মধ্যে।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin