মেসির নৈপুণ্যে অ্যাঙ্গোলাকে সহজেই হারিয়েছে আর্জেন্টিনা  

মেসির নৈপুণ্যে অ্যাঙ্গোলাকে সহজেই হারিয়েছে আর্জেন্টিনা  

লুয়ান্ডায় ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে প্রথম গোলটি বানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। দ্বিতীয়টি অবশ্য নিজেই করেছেন। 

অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল মূলত পর্তুগালের উপনিবেশ থেকে আফ্রিকান দেশটির স্বাধীনতা প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে। 

৪৪ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে আর্জেন্টিনাকে শুরুতে এগিয়ে নেন লাউতারো মার্তিনেজ। ম্যাচের ৮২ মিনিটে ঘটে উল্টো দৃশ্য। তখন ভূমিকার অদল-বদল হয় মাঠে। অর্থাৎ এবার মার্তিনেজের সহায়তায় জালের পথ খুঁজে নেন মেসি।

ম্যাচে আর্জেন্টিনার জয় অনুমিতই ছিল। কারণ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে দুই নম্বরে। অ্যাঙ্গোলা অবস্থান করছে ৮৭ ধাপ নিচে।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে চমক দেখিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছিল অ্যাঙ্গোলা। তার পর পাঁচবার চেষ্টা করেও আর বিশ্বকাপে যেতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ২টি। গ্রুপসেরা কেপ ভার্দের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে শেষ করেছে টুর্নামেন্ট।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin