মোরগ ভিন্দালুর রেসিপি

মোরগ ভিন্দালুর রেসিপি

রেসিপি দিয়েছেন শাহানা পারভীন

মোরগের মাংস (ছোট টুকরা): ১ কেজি

পেঁয়াজকুচি: ১ কাপ

রসুনকুচি: ১ চা-চামচ

কাঁচা মরিচ: ২-৩টি

লবণ: স্বাদমতো

তেল: ১ কাপ

আলু: ৫-৬ টুকরা

কাশ্মীরি মরিচ গুঁড়া: ২ টেবিল চামচ

ধনে গুঁড়া: ১ টেবিল চামচ

জিরার গুঁড়া: ১ চা-চামচ

সরিষাবাটা: ১ চা-চামচ

হলুদ গুঁড়া: আধা চা-চামচ

গোল মরিচ গুঁড়া: আধা চা-চামচ

সিরকা: ৪ টেবিল চামচ

সিরকার সঙ্গে সব মসলা মিশিয়ে পেস্ট তৈরি করুন

সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন সামান্য ভাজুন।

ভাজা হলে ভিন্দালু পেস্ট দিন এবং কষান।

মোরগের মাংস দিন ৩-৪ মিনিট ভুনা করুন।

লবণ আলু ও ২ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ৫ মিনিট।

মাংস সেদ্ধ না হলে আরও পানি দিয়ে কম আঁচে ফোটান।

মাংস সেদ্ধ হলে কষিয়ে নামান।

ইচ্ছা হলে পছন্দমতো ঝোল রাখা যায়।

Comments

0 total

Be the first to comment.

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি Prothomalo | রসনা

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি

উপকরণ: পোস্তবাটা ৩ টেবিল চামচ, শর্ষেবাটা ২ টেবিল চামচ, নারকেল কোরানো ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪–৫টি...

Sep 19, 2025
কয়লা মোরগের রেসিপি Prothomalo | রসনা

কয়লা মোরগের রেসিপি

মোরগ: ১ কেজিআদাবাটা: ১ টেবিল চামচরসুনবাটা: ১ চা-চামচপেঁয়াজ বেরেস্তা: ১ কাপমরিচ গুঁড়া: ১ টেবিল চামচ...

Sep 29, 2025

More from this User

View all posts by admin