মাশরাফি ভাই-তামিম ভাই সবসময় পাশে আছেন: মিরাজ

মাশরাফি ভাই-তামিম ভাই সবসময় পাশে আছেন: মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় সত্ত্বেও মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে নেওয়া কিছু সিদ্ধান্ত ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।

গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো ওয়ানডেতে অধিনায়কত্বের সুযোগ পান মিরাজ। তখন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে ছিটকে পড়লে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর চ্যাম্পিয়নস ট্রফির পর শান্ত নেতৃত্ব ছাড়লে মিরাজকেই এক বছরের জন্য দায়িত্ব দেয় বিসিবি।

তবে শুরুটা সহজ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইটওয়াশের পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছেও সিরিজ হারে বাংলাদেশ। চলতি মাসে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় কিছুটা স্বস্তি ফিরিয়েছে দলকে, যদিও পারফরম্যান্সে ছিলো ওঠানামা।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করার পর মিরাজ বলেন, 'এটা আমার অধিনায়ক হিসেবে তৃতীয় সিরিজ। ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছিলাম, তখন আমি নিয়মিত অধিনায়ক ছিলাম না। শান্ত ভাইয়ের জায়গায় ভারপ্রাপ্ত ছিলাম। শুরুটা আমার জন্য কঠিন ছিল, তবে যত বেশি ম্যাচ খেলছি, তত অভিজ্ঞতা হচ্ছে। আস্তে আস্তে আরও ভালোভাবে নেতৃত্ব দিতে পারব। '

এরপরই সাবেক দুই অধিনায়ক মাশরাফি ও তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিরাজ।

তিনি বলেন, 'মাশরাফি ভাই আর তামিম ভাই আমাকে অনেক সাহায্য করছেন। তারা পেছন থেকে সমর্থন দিচ্ছেন। মাশরাফি ভাই প্রায়ই পরামর্শ দেন, তামিম ভাইও ফোন করে বলেন কীভাবে করলে ভালো হবে। তারা বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। তাদের দিকনির্দেশনা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। '

শেষে মিরাজ যোগ করেন, 'এই দুই সিরিজে অনেক কিছু ঘটেছে, ওনারা কাছ থেকে দেখেছেন, অনেক কথা বলেছেন। এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে। '

এফবি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin