মালদ্বীপে কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সুখবর

মালদ্বীপে কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সুখবর

মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ঘোষণা দিয়েছেন, চলতি বছর থেকে জাতীয় কুরআন পাঠ প্রতিযোগিতার বিজয়ীরা তাদের পছন্দের দেশে ও বিষয়ে পিএইচডি পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবেন।

রাষ্ট্রপতি বলেন, ‌‘আল্লাহর বাণী সবচেয়ে সুন্দরভাবে পাঠ করার জন্য সর্বাধিক উৎসাহ ও সর্বাধিক পুরস্কার দেওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, গত বছরই তিনি জাতীয় কুরআন প্রতিযোগিতাকে দেশের সবচেয়ে ব্যয়বহুল ও সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগিতা করার ঘোষণা দিয়েছিলেন।

এবারের প্রতিযোগিতায় রাষ্ট্রপতির পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ মালদ্বীপ (এমআরভি) রুপি নগদ অর্থ ও তিনটি বিভাগসহ প্রাতিষ্ঠানিক বিভাগের বিজয়ীদের জন্য বিশেষ সম্মাননা।

মালদ্বীপ সরকারের ঘোষণা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ঘোষণা দিয়েছেন, ন্যাশনাল কুরআন রিসাইটেশন প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ ‘প্রেসিডেনশিয়াল স্কলারশিপ’ দেবে, যা উচ্চশিক্ষায় পিএইচডি পর্যন্ত ব্যবহৃত করা যাবে।

এছাড়া প্রথম স্থান অর্জনকারী বিজয়ীদের-রিসাইটেশন এবং হাজি (হাফিজ) — যে কোনো ক্ষেত্র ও যে কোনো দেশ থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাবেন।

এই বৃত্তির পাশাপাশি, প্রথমস্থান অধিকারীদের ১ লাখ মালদ্বীপ রুপি পুরস্কার এবং একটি সম্মানসূচক প্ল্যাক দেওয়া হবে।

প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান বিভাগে প্রথম স্থান অর্জনকারীদের এই সুযোগ প্রযোজ্য হবে।

এমআরএম/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin