মাহির ভাঙা সংসার জোড়া লাগছে?

মাহির ভাঙা সংসার জোড়া লাগছে?

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। বছর দেড়েক আগে এমনটা নিজেই জানিয়েছিলেন ঢাকাই সিনেমার ‘অগ্নি’ খ্যাত এই নায়িকা।

তবে হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘মাশাআল্লাহ’।

এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে রহস্য। তাহলে কী তাদের ভাঙা সংসার জোড়া লাগছে তাদের?  

মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবণতি হয়েছে।

এদিকে মন্তব্যের ঘরে কেউ লেখেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক। ’ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানারকম মন্তব্য করলেও এ নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি মাহি-রাকিব দুজনের কেউই। এখন দেখার বিষয়, কী কারণে তাদের দুজনের হঠাৎ এই পারিবারিক স্থিরচিত্র পোস্ট করা।  

এদিকে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি। অন্যদিকে তার স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না।

বলে রাখা যায়, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। এটি মাহির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin