লঞ্চঘাটে চাঁদা তোলার সময় ছাত্রদল নেতা গ্রেফতার

লঞ্চঘাটে চাঁদা তোলার সময় ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তোলার সময় দুই সহযোগীসহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নয়ন রামগতির আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহেরবাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। অপর দুজন হলেন- আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ হোসেন ও রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে ইকবাল হোসেন।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, ‌‘লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান চালিয়ে নয়নসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়েছে। পরে তাদের রামগতি থানায় হস্তান্তর করা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে।’

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গ্রেফতারের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে নয়নের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin