লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমানের জন্য মাটি কাটার সময় একটি মর্টার শেল পাওয়া গেছে। পুলিশের ধারণা মর্টার সেলটি মুক্তিযুদ্ধের সময়ের।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড্ডমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি আবাদি জমি থেকে এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই এলাকার আবুল হোসেনের মালিকানাধীন জমিতে ভেকু দিয়ে সমতল করার সময় প্রায় দুই ফুট গভীরে চাপা পড়ে থাকা মরিচাধরা মর্টার শেলটি চোখে পড়ে শ্রমিকদের। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পরিধি ১০ ইঞ্চি এবং ব্যাস ২.৫ ইঞ্চি। এর ওজন প্রায় ৩.৫ কেজি এবং গায়ে ‘এমকে ১৭’ লেখা রয়েছে।
পুলিশ ধারণা করছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, উদ্ধার করা মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।