লাল কার্ডের ঘটনার পরও বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

লাল কার্ডের ঘটনার পরও বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

বাছাইয়ে লাল কার্ডের ঘটনায় বিশ্বকাপের শুরুর দিকে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।  শেষ পর্যন্ত অবশ্য সুখবরই পেয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে কোনও বাধা থাকছে না পর্তুগিজ তারকার। 

৪০ বছর বয়সী রোনালদো চলতি মাসের শুরুতে বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ২–০ গোলে পরাজয়ের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। উগ্র আচরণে সাধারণত তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকলেও তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ২২৬ আন্তর্জাতিক ম্যাচে এটি ছিল রোনালদোর প্রথম লাল কার্ড। শাস্তি কমানোর ক্ষেত্রে এই বিষয়টি-ই বিবেচনায় নেওয়া হয়েছে।

বাছাই পর্বে এরই মধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কোনও ম্যাচ মিস করতে হচ্ছে না পর্তুগিজ অধিনায়কের।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে রোনালদো একই ধরনের গুরুতর অপরাধে জড়ালে স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।’

বাছাইপর্বে পাঁচ গোল করেছেন রোনালদো। তার দলও গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থেকে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin