কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা।
পরে কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান এবং সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম উপস্থিত হন। তারা বলেন, ‘আজ থেকে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। আমরা সড়কের যে অংশগুলো সমস্যা সেখানে নতুন করে পিচ এবং ইট দিয়ে সংস্কার করে দিচ্ছি।’
এদিকে, সড়ক আটকে দেওয়ায় দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রী মৃত্যুঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছেন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দুই জেলার প্রশাসনকে ডেকেছি। তারা এসে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
এদিকে, সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। তারা বলেন, ‘সড়কের অবস্থা আসলেই বেহাল। তবে রাস্তা আটকে দিলে দূরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।’