কক্সবাজারে দুই মাদককারবারির মৃত্যুদণ্ড

কক্সবাজারে দুই মাদককারবারির মৃত্যুদণ্ড

কক্সবাজারে ইয়াবা ও আইস রাখার অপরাধে দুই মাদককারবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে এ রায় দেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের মৃত কাদের বকসুর ছেলে আবদুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন। মামলার বিবরণ দিয়ে পিপি জানান, গত ২০২২ সালের ১৬ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে কয়েকজন লোক মিয়ানমারের শূন্যরেখা অতিক্রম করে আসার সময় বিজিবির একটি টিমকে দেখে দুটি বস্তা ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা আবদুর রহমান এবং মোহাম্মদ নুরকে আটক করে। তাদের ফেলা দেওয়া একটি বস্তা থেকে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং আরেকটি বস্তা থেকে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় টেকনাফ বিজিবির নায়েক মো. আনোয়ারুল হক বাদী হয়ে আবদুর রহমান এবং মোহাম্মদ নুরসহ ৬ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি বিচারের জন্য ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চার্জ (অভিযোগ) গঠন করে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে বিচারকার্য শুরু হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, আসামিদের পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, যুক্তিতর্কসহ বিচারের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য রবিবার দিন ধার্য করা হয়। রায় ঘোষণার দিন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ১০ (গ) সারণি মতে ২ আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin