খুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা

খুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা

খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সামনে প্রধান ফটকে সড়কের ওপর কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– ফজলে রাব্বী রাজন ও হাসিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দিয়ে বের হয়ে রাজন ও হাসিব সড়কের পাশে থাকা মোটরসাইকেলের দিকে যাচ্ছিল। সেই মুহূর্তে দুর্বৃত্তরা হাসিবের ঘাড়ে ছুড়ি দিয়ে কোপ দেয় এবং গুলি করে। এতে হাসিব মাটিতে লুটিয়ে পড়েন। তখন রাজন দৌড় দিলে তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করা হয়। তিনিও লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। রাজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আদালতে হাজিরা শেষে নেমে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে হাসিব ও রাজন নিহত হয়েছেন। হাসিবের লাশ তার বাড়ি নেওয়া হয়েছিল। সেখান থেকে মর্গে আনা হয়েছে। আর রাজনের লাশ মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, ছুরি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) শিহাব করীম বলেন, ‘আদালতের সামনে দুই জনকে গুলি করা হয়েছে। তাদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থলে চাপাতি ও দুটি মোটরসাইকেল পড়েছিল। ওই দুজনকে গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। পরের বিস্তারিত জানানো সম্ভব হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin