খোলা বালাইনাশক বিক্রি নিষিদ্ধ করলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

খোলা বালাইনাশক বিক্রি নিষিদ্ধ করলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

বালাইনাশকের মোড়ক বা বোতল ভেঙ্গে খোলা অবস্থায় বিক্রয় নিষিদ্ধ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলেছে, বালাইনাশক (কীটনাশক/আগাছানাশক/ছত্রাকনাশক ইত্যাদি) মাত্রই অত্যন্ত বিষাক্ত এবং এদের বিক্রয় ও ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব রাসায়নিক মানবদেহ, গবাদিপশু ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি সেগুলো মূল প্যাকেজিং ভেঙ্গে বা খোলা অবস্থায় বিক্রি করা হয়। সম্প্রতি পরিদর্শনকালে বালাইনাশকের মোড়ক/বোতল ভেঙ্গে খোলা অবস্থায় বিক্রি করার কিছু দৃষ্টান্ত (বিশেষ করে গ্লাইফোসেট বা প্যারাকুয়াট) লক্ষ্য করা গেছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুতরাং বালাইনাশকের মোড়ক/বোতল ভেঙ্গে খোলা অবস্থায় কোনোভাবেই বিক্রয় করা যাবে না এবং খুচরা বিক্রেতাদের অবশ্যই বালাইনাশকের লেবেলিং, সতর্কতা ও ব্যবহার নির্দেশনা অনুসারে বিক্রয় নিশ্চিত করতে হবে। নির্দেশ অমান্যকারী খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাতিলসহ আইন ও বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এনএইচ/এমএমকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin