বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বস্তিদায়ক। যা কিছুটা আশাব্যঞ্জক।”
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পর তিনি এ কথা জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুনুল হক হাসপাতালে পৌঁছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন।
এ সময় খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা জানান, শুক্রবারের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন।
মাওলানা মামুনুল হক সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।