খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: রিজভী

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: রিজভী

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৩০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দলের পক্ষ থেকে এ কথা জানান।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সর্বাক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকে শুনেছি, উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন। তিনি আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন… এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী যারা আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।

রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন।

তিনি বলেন, মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন– খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে, তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে– এই নিয়ে। আমি বলবো, তিনি ঘুমানোর সময় পান কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তাকে সময় কাটাতে হচ্ছে।

তিনি বলেন, লন্ডনে লন্ডন ক্লিনিকের ডাক্তার যারা রয়েছেন, ম্যাডাম ইংল্যান্ডে যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের সঙ্গে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন।

গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাময়।

সবশেষ পরিস্থিতি সম্পর্কে গত রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত তিন দিন তার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছেন।

এভারকেয়ার হাসপাতালে সামনে দলের নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আসাদুল করীম শাহিনসহ নেতারা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin