কবি হেলাল হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা

কবি হেলাল হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা

আজ প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের জন্মদিন। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন কবি। তাঁর লেখালেখির সূচনা ষাটের দশকে। তবে প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৯ সালে প্রকাশিত হয় শেষ কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’।

খুব কম সময়েই অল্প কিছু কবিতা লিখে জনপ্রিয়তা লাভ করেন কবি হেলাল হাফিজ। তাঁর কবিতার চরণ ফুটতে থাকে মানুষের মুখে মুখে। তাঁর জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। ভক্ত ও পাঠকেরা তাঁকে জন্মদিনে স্মরণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্নজন তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন পোস্ট দিয়ে।

শুভজন তরুণ রাসেল তাঁরই কবিতার চরণ ধরে লিখেছেন, ‘স্মৃতি কখনো পুরনো হয় না, পুরনো হয় মানুষ।- হেলাল হাফিজ। জন্মদিনে ভালোবাসা জানবেন প্রিয় কবি। মহান স্রষ্টার কাছে আপনার বিদেহী আত্মার মাগফিরাত ও চির শান্তি প্রার্থনা করছি...’

মেহেদী হাসান লিখেছেন, ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা লেখেন। এই কবিতার প্রথম দুইটি ছত্র ‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়; এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’। হাফিজ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কবিতাটি কোনো পত্রিকা প্রকাশ করতে সাহস পায়নি।’ আহমদ ছফা ও হুমায়ুন কবির কবিতাটির প্রথম দুটি ছত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লিখে দিয়েছিলেন। তাৎক্ষণিক এই কবিতা নিয়ে আলোড়ন সৃষ্টি হয় এবং এই ছত্র দুটি সেসময় রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। শুভ জন্মদিন কবি।’

আরও পড়ুনটিপু সুলতানের বই কিনলে মিজানের হোটেলে খাবার ফ্রি!যে দুটি বই পড়ছেন ফরহাদ মজহার

রেজা শাহীন লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় কবি হেলাল হাফিজ।’ একই সুরে জোবায়ের মিলন লিখেছেন, ‘শুভ জন্মদিন কবি হেলাল হাফিজ।’

রিক্তা রিচি লিখেছেন, ‘জীবন খরচ করে যিনি কবিতা লিখেছেন, যিনি বেছে নিয়েছিলেন নিঃসঙ্গ ও একাকিত্বের জীবন, আজ তাঁর জন্মদিন। শুভ জন্মদিন কবি হেলাল হাফিজ! আমাকে যদি কোনোভাবে শুনতে পান তাহলে শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।’

স্বপ্নীল হাসান ইমন তার দু’লাইন কবিতা যুক্ত করে লিখেছেন, “এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।/ এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ শুভ জন্মদিন দ্রোহের কবি—হেলাল হাফিজ।’

সাইফুল উদ্দিন ‘প্রস্থান’ কবিতার পাঁচ লাইন যুক্ত করে লিখেছেন, ‘‘আমি না হয় ভালবাসেই ভুল করেছি, ভুল করেছি,/ নষ্ট ফুলের পরাগ মেখে/ পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কী আসে যায়?/ এক জীবনে কতোটা আর নষ্ট হবে,/ এক মানবী কতোটা আর কষ্ট দেবে!’ শুভ জন্মদিন প্রিয় মানুষ, প্রিয় কবি, প্রিয় বন্ধু আমার হেলাল হাফিজ... ভালোবাসা, ভালোবাসা, অজস্র ভালোবাসা।’

আবু সাঈদ সুরুজ লিখেছেন, ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’। আজ প্রিয় কবি হেলাল হাফিজের শুভ জন্মদিন। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

এসইউ/এমএস

Comments

0 total

Be the first to comment.

লাল শাড়ি ও রাতের গল্প Jagonews | সাহিত্য

লাল শাড়ি ও রাতের গল্প

কবির হোসেন মিজিরাত তখন প্রায় দুইটা। শহরের অচেনা এক রাস্তায় হাঁটছিলাম। রাতের বাতাসে কেমন একটা কাঁচা গ...

Sep 20, 2025
বাউল শাহ আবদুল করিমের স্মৃতি Jagonews | সাহিত্য

বাউল শাহ আবদুল করিমের স্মৃতি

বাউল শাহ আবদুল করিমের প্রয়াণ দিবস ছিল গতকাল ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাউলের সঙ্গে সাক্ষাতের স্মৃতি স...

Sep 13, 2025

More from this User

View all posts by admin