কবি দীনেশ দাসের জন্ম

কবি দীনেশ দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৬ সেপ্টেম্বর, ২০২৫, মঙ্গলবার। ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।   ঘটনা ১৮১২ - মস্কো শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনে শহরের প্রায় তিন-চতুর্থাংশ পুড়ে যায়। ১৯২০ - ওয়াল স্ট্রিটে জেপি বিল্ডিংয়ের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ হলে ৩৮ জন মারা যায় এবং প্রায় ৪০০ লোক আহত হয়। ১৯৩১ - ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের হিজলি জেলে রাজবন্দিদের ওপর পুলিশ গুলি চালায়। এ ঘটনায় সন্তোষকুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত নামে দুই স্বাধীনতাসংগ্রামী নিহত হন। সুভাষচন্দ্র বসু তাদের মরদেহ সংগ্রহ করতে সেখানে যান। রবীন্দ্রনাথ ঠাকুরসহ তৎকালীন ব্রিটিশ ভারতের বিশিষ্ট নেতারা এ ঘটনার প্রতিবাদ করেন।   ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মান সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে ফেলে। ১৯৪০ - যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে। ১৯৫৩ - যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত হয়। ১৯৫৫ - আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়। ১৯৭৫ - পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে। ১৯৭৮ - রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্পে ইরানের তাবাস শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়। জন্ম ১৮৫৩ - আলব্রেখট কসেল, নোবেলজয়ী জার্মান জীবরসায়নবিদ। ১৮৮৮ - ফ্রান্সজ ইমিল সিল্লানপার, নোবেলজয়ী ফিনিশ সাহিত্যিক। ১৮৯৩ - গিরিজাপতি ভট্টাচার্য, বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক। ১৯১৩ – দীনেশ দাস, কবি। ১৯১৩ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তার সাড়াজাগানো ‘কাস্তে’ কবিতা। এই কবিতাটি আধুনিক বাংলা কবিতার এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়। বামপন্থী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। রাজনৈতিক কবিতা রচনায় বিশেষ কুশলতা দেখিয়েছেন। ১৯৪১ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা’। পঞ্চাশের মন্বন্তরে কলকাতার রাস্তায় মৃত্যুর মিছিল দেখে তিনি লেখেন ‘ডাস্টবিন’, ‘ভুখামিছিল’, ‘গ্লানি’ ও ‘নববর্ষের ভোজ’। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর হত্যাকে মনে রেখে লেখেন ‘শেষ ক্ষমা’, স্বর্ণভস্ম’ ও ‘পুনর্জন্ম’। এছাড়া ‘কাচের মানুষ’ (১৯৬৪), ‘অসংগতি’ (১৯৭৫), ‘রাম গেছে বনবাসে’ (১৯৮১) প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্য। মৃত্যু ১৭৩৬ - গাব্রিয়েল ফারেনহাইট, জার্মানির প্রখ্যাত পদার্থবিদ ও গণিতবিদ। ১৯৩২ - স্যার রোনাল্ড রস, নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক। ১৯৪৬ - জেমস জিনস, প্রখ্যাত ব্রিটিশ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। ১৯৬৫ - ফ্রেড কুইম্বি, প্রখ্যাত মার্কিন এনিমেশন নির্মাতা। এসআই  

Comments

0 total

Be the first to comment.

প্রকৃতির কীটনাশক পিঁপড়া Banglanews24 | ফিচার

প্রকৃতির কীটনাশক পিঁপড়া

বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্...

Oct 15, 2025

More from this User

View all posts by admin