ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সে লাগা ভয়াবহ আগুন ঘণ্টার পর ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস পক্ষ থেকে নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হলেও সম্পূর্ণ আগুন নির্বাপণের জন্য কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এ কথা বলেন।