কারাগারে অসুস্থ আ.লীগ নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

কারাগারে অসুস্থ আ.লীগ নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর সুলতান মিয়া (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেল সুপার মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ওই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর আমলি আদালতে একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ১০০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। এক মাস আগে এ মামলায় সুলতান মিয়া গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন।

টাঙ্গাইল কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, ‌‘বুধবার বিকালে সুলতান মিয়া বুকে ব্যথা অনুভব করলে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। প্রায় এক মাস ধরে কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin