জুলাই সনদ নিয়ে ‘অতি জরুরি’ বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই সনদ নিয়ে ‘অতি জরুরি’ বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের বিষয়ে একমত হলেও গণভোটের সময় ও প্রক্রিয়া এবং সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় ‘অতি জরুরি’ বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠকে করেছেন।

৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ। গতকাল মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করার কথা। কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ নিয়ে ঐকমত্য কমিশনের আলাদা সুপারিশ দেওয়ার কথা। কোনো কোনো দল সনদে সই করার আগেই ঐকমত্য কমিশনের সুপারিশ দেখতে চায়, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে ‘সাংবিধানিক আদেশ’ জারির মাধ্যমে সংস্কারপ্রক্রিয়া আগানো না হলে তারা সনদে সই করবে না।

আরেকটি সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার না হওয়ায় জামায়াতে ইসলামীও সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমইউএম/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin