জুলাই সনদ বাস্তবায়ন হলে কাটবে নির্বাচনের সংশয়: আসিফ নজরুল

জুলাই সনদ বাস্তবায়ন হলে কাটবে নির্বাচনের সংশয়: আসিফ নজরুল

জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি হলে নির্বাচনের সংশয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কেন আস্থা তৈরি হয়নি সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, মানুষের মাঝে আস্থার অভাব আছে কি না আমি জানি না। তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রকম অনৈক্য থাকে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, ওটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এসব সংশয় খুব দ্রুত কেটে যাবে আশা করি।

নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব কি এ সরকারের নয়, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার তো চেষ্টা করছে।

এসকে/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin