জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ পুরোনা সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির পরিবর্তন চাই, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই ফর্মুলায় হলো, আগামীতে জনগণ আর কোনও দলের পক্ষপাতদুষ্ট সরকার দেখতে চায় না।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে ঢাকা ১৭ আসনে ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশ তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ছাত্র-যুবসমাজ বলেছিল, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, তারা বলেছিল, আমরা একটা দুর্নীতি-দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই। আমাদের ছাত্র-যুবসমাজের আকাঙ্ক্ষা ছিল, আমরা একটা উন্নত শিক্ষাব্যবস্থা চাই, শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই। এই কাজের মাধ্যমে দেশ গড়তে চাই। কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি– কেউ এ পরিবর্তনে খুশি নন। সম্ভবত কারণ– এই পরিবর্তনটা আমার বা তাদের নের্তৃত্বে হলো না কেন।
তিনি বলেন, নেতৃত্ব আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে ১৫ বছর আমরা আন্দোলন করেছি। আমরা জীবন দিয়েছি, মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘরবাড়ি ছেড়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছি। অবশ্য জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই।
তিনি আরও বলেন, দেশের মাটিকে আমরা কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম। জেল বরণ করেছি, জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। কারণ এই দেশ, মাটি ও মানুষকে