জিটিএ ৬’র মুক্তি আবারও পেছালো

জিটিএ ৬’র মুক্তি আবারও পেছালো

ভিডিও গেম দুনিয়ার ইতিহাসে এমন উন্মাদনা আর এমন দীর্ঘ প্রতীক্ষা খুব কমই দেখা গেছে। এক প্রজন্ম বড় হয়ে গেছে, কিন্তু এখনো অধরা সেই স্বপ্নের গেম— ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল সিরিজটির সর্বশেষ কিস্তি ‘জিটিএ ফাইভ’, যা এখনও বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ভিডিও গেম। অনলাইন মোডের সুবাদে এক দশক পরও সেটি গেমারদের কাছে সমান জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় রকস্টার গেমসের পরবর্তী অধ্যায় নিয়ে উচ্ছ্বাস ছিল আকাশচুম্বী।

প্রথমে ঘোষণা ছিল, ২০২৫ সালে বাজারে আসবে নতুন সংস্করণটি। পরবর্তীতে সময় বাড়িয়ে বলা হয়, ২০২৬ সালের মে মাসে গেমটি মুক্তি পাবে। কিন্তু সর্বশেষ ঘোষণায় আবারও হতাশার খবর— ‘জিটিএ ৬’ আসছে ২০২৬ সালের ১৯ নভেম্বর।

রকস্টার গেমস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা চাই ‘জিটিএ ৬’ হোক এমন এক অভিজ্ঞতা, যা খেলোয়াড়দের প্রত্যাশা ছাড়িয়ে যাবে। সেই মান ও নিখুঁত অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের আরও কিছু সময় প্রয়োজন।

অবশ্য, গেমারদের হতাশার মাঝেও আনন্দের খবর আছে। জানা গেছে, গেমটিতে যুক্ত হবে সম্পূর্ণ নতুন অঞ্চল ‘লিওনিডা’, যা গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রেরণা নিয়ে। পাশাপাশি ফিরবে সকলের প্রিয় ‘ভাইস সিটি’, তবে এবার আধুনিক, ঝলমলে ও অনেক বিস্তৃত আকারে।

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025

More from this User

View all posts by admin