জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হলেন ছাত্রদলের পল্লব

জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হলেন ছাত্রদলের পল্লব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী পল্লব চন্দ্র বর্মণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হন তিনি।

এছাড়া জগন্নাথ হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রোবটিক্সের সুদীপ্ত প্রমাণিক ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমাজবিজ্ঞানের দ্বীপজয় সরকার দীপ্ত নির্বাচিত হয়েছেন। তারা উভয়ই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রমাণিক ও এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত/ ছবি- সংগৃহীত

সম্পাদক পদগুলোর মধ্যে সাহিত্য সম্পাদক হয়েছেন কথক বিশ্বাস জয়, সাংস্কৃতিক সম্পাদক রাতুল দে দীপ্ত, পাঠকক্ষ সম্পাদক চিন্ময় কুমার রায় শুভ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাম প্রসাদ সাহা।

এছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে অভিজিৎ দত্ত ও বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে সঞ্জয় রাজবংশী নির্বাচিত হয়েছেন।

চার সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়ন কুমার দাশ, লিখন রায়, ধ্রুব রায় এবং নিলয় কুমার গুপ্ত।

এফএআর/কেএসআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin