জীবনানন্দ দাশের ‘তোমরা যেখানে সাধ’ কবিতাটি গানের সুরে কণ্ঠে তুলেছেন ভারতের সুকণ্ঠী শুভমিতা। কবিতাটিতে সুর দিয়ে গানে রূপান্তর ঘটিয়েছেন শাহীন সরদার।
১০ নভেম্বর কলকাতার ‘গানবাজনা মিউজিক গ্যারেজ’ স্টুডিওতে কবিতা-গানটি রেকর্ড করা হয়। এর সংগীতায়োজন করেছেন পার্থ পাল।
গানটি প্রসঙ্গে শুভমিতা বলেন, ‘এই প্রথম কবিতার গানে কণ্ঠ দিলাম। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের কবিতা বলেই নিঃসন্দেহে একেবারে ভিন্ন এক অনুভূতি। কবিতাটি অসাধারণ প্রাণস্পর্শী সুর করেছেন বাংলাদেশের কবিতার গানখ্যাত সুরস্রষ্টা শাহীন সরদার। আশা করি গানটি সুধীমহলে ভালো লাগবে।’
শাহীন সরদার গানটি প্রসঙ্গে বলেন, ‘আমার বহু বছরের ইচ্ছে ছিল শিল্পী শুভমিতার কণ্ঠে একটি গান রেকর্ড করার, সেই ইচ্ছে পূরণ হলো। সত্যিই জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার এই গানটি যেন শিল্পী শুভমিতার কণ্ঠে অনন্য এক মাত্রা পেল।’
গানটি শিগগিরই অন্তর্জালে প্রকাশ পাবে বলে জানান শাহীন সরদার। jwARI.fetch( $( "#ari-image-jw69158d9ce6021" ) ); উল্লেখ করা যেতে পারে, সুরস্রষ্টা শাহীন সরদারের সুরে ২০১০ সালে ১০ জন বিখ্যাত কবির ১১টি কবিতা থেকে ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম প্রকাশ হয়েছিলো। সেই অ্যালবামে জীবনানন্দ দাশ, জসীম উদদীন, শামসুর রাহমান, মাহবুব উল আলম চৌধুরী, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বিখ্যাত কবির কবিতা স্থান পেয়েছিল।