বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হাসিবুর।
আরও পড়ুনহৃদ্রোগে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুরের মৃত্যু যুক্তরাষ্ট্র সফরে হামলা নিয়ে ফখরুল বললেন, ‘এটা কোনো ব্যাপার না’
এ ঘটনায় শোক জানিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদু ইসলাম ফেসবুক পোস্টে বলেন, হাসিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গভীর শোক প্রকাশ করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তার সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক ও ধৈর্য দান করুন। আমিন।
আরএএস/কেএসআর