জাতীয় বিশ্ববিদ্যালয়: এমফিল-পিএইচডিতে ভর্তির সময়বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়: এমফিল-পিএইচডিতে ভর্তির সময়বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে বা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিলের জন্য ১৫শ টাকা এবং পিএইচডির জন্য দুই হাজার টাকা জমা দিতে হবে।  

এ ছাড়া আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ৫ নভেম্বর।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে আগামী ১ জানুয়ারি। ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।  

আরএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin