জামানত বেড়ে ৫০ হাজার, দিতে হবে দেশ-বিদেশের সম্পত্তির হিসাব

জামানত বেড়ে ৫০ হাজার, দিতে হবে দেশ-বিদেশের সম্পত্তির হিসাব

সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে হলফনামায় দেশ ও বিদেশের সব আয় ও সম্পত্তির হিসেব দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এর বিস্তারিত তুলে ধরেন।

প্রার্থীদের দেশ-বিদেশের সব আয়ের উৎস ও সম্পত্তির হিসেব দেওয়ার বিধান আরপিও-তে যুক্ত করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশি ও বিদেশি যত সোর্স থেকে আয় আছে, সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে। প্রধান উপদেষ্টা এ নির্দেশ দিয়েছেন, এসব তথ্য আমরা ওয়েবসাইটে উন্মুক্ত করে দেব, যাতে সবাই জানতে পারে কার কত আয় এবং কোথা থেকে আয়।

জামানাত বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।

রাজনৈতিক দলকে অনুদান সংক্রান্ত বিধান সম্পর্কে আইন উপদেষ্টা জানান,  রাজনৈতিক দলকে চাঁদা, দান বা অনুদান হিসেবে ৫০ হাজার টাকা বা তার বেশি টাকা দিলে তা ব্যাংকিং চ্যানেলে দেওয়ার বিধান করা হয়েছে সংশোধিত আরপিওতে। যিনি চাঁদা দেবেন তার ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন: ফেরারি আসামি ভোটে অযোগ্য, জামানত বেড়ে দাঁড়াচ্ছে ৫০ হাজার

এমইউএম/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin