রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমকে ডাকায় প্রতিবাদ জানিয়েছে দলটির একাংশের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির কাছে একটি প্রতিবাদলিপি জমা দেয়।
কল্যাণ পার্টির আরেক অংশের চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফের দেওয়ার ওই প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, “আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে নির্বাচন কমিশনের চলমান সংলাপে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও আমি, তুমি ও ডামি নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের বিতর্কিত চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহীমকে আমন্ত্রণ জানানো হয়েছে।”
এতে বলা হয়, “তিনি জুলাই বিপ্লবের সরাসরি বিরোধিতা করেছেন। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় ও তার নির্বাচনি এলাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। এরকম একজন বিতর্কিত লোককে সংলাপে আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন পুরো সংলাপকে প্রশ্নবিদ্ধ করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করে এই আমন্ত্রণ এমন এক রাজনৈতিক পরিবেশকে বৈধতা দেয়, যা দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে, এটি জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা স্পষ্টভাষায় জানাচ্ছি, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রামে যেসব দল বা সংগঠন স্বৈরাচারী শক্তির সহযোগী হিসেবে পরিচিত, তাদের সংলাপে অন্তর্ভুক্ত করা একটি ভুল রাজনৈতিক বার্তা দেয় এবং জনগণের আস্থা ও বিশ্বাসের পরিপন্থি।”
এতে বলা হয়, “নির্বাচন কমিশনের প্রতি আমাদের দাবি- সংলাপকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক ও দায়বদ্ধ করতে হবে। যেসব দল গণতান্ত্রিক সংস্কৃতি, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় নির্ভরযোগ্য ভূমিকা রাখে না তাদের অযৌক্তিক অংশগ্রহণ অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। কমিশনকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গণমানুষের আস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে ।”
জোর দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “গণতন্ত্র নিয়ে ছলচাতুরি নয়, বরং জনগণের কণ্ঠস্বরকে সত্যিকারভাবে প্রতিনিধিত্ব করার জন্যই সংলাপ হওয়া উচিত। অন্যথায়, কোনও সংলাপই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা এই অবিচারপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাই এবং গণতন্ত্ররক্ষার আন্দোলনে সকল নাগরিকের সহিত সম্মতি প্রকাশ করে আপনার সিদ্ধান্ত পুনঃবিবেচনার আবেদন করছি।”