ইসির সংলাপে বাংলাদেশ ন্যাপ’র ১২ সুপারিশ

ইসির সংলাপে বাংলাদেশ ন্যাপ’র ১২ সুপারিশ

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সর্বশেষ সংশোধনী বহাল, রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিধান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ ১২দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সংলাপে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি এই সুপারিশমালা পেশ করেন।

এ সময় তার সঙ্গে মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ন্যাপ’র ১২ দফা

০১. গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ নম্বর অনুচ্ছেদের সর্বশেষ সংশোধনী বহাল রাখার জোর সুপারিশ করছে। একইসঙ্গে জোট বা মহাজোট যাই হোক না কেন রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার বিধান বলবত রাখতে হবে।

০২. নির্বাচনে পেশীশক্তি, কালো টাকার ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। রাজনৈতিক বিবেচনায় প্রদেয় অস্ত্র জমা নিতে হবে। কালো টাকার ব্যবহার রোধে নির্বাচন কমিশনের স্বতন্ত্র গোয়েন্দা নজরদারি ইউনিট গঠন করতে হবে।

০৩. নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করতে হবে। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে যথাক্রমে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনের নিজস্ব জনবল বৃদ্ধি করতে হবে। এবং নির্বাচনী কাজে নিযুক্ত সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা সুনিশ্চিত করতে হবে।

০৪. নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার দিন থেকে মাঠে সেনাবাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এবং নির্বাচনের কমপক্ষে এক সপ্তাহ আগে প্রত্যেকটি ভোটকেন্দ্রে সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথবাহিনীর কঠোর নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে।

০৫. নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখার জন্য প্রত্যেক নির্বাচন কেন্দ্রে একটি অস্থায়ী মনিটরিং কমিটি নিয়োজিত রাখতে হবে এবং আচরণবিধি বা শৃঙ্খলা ভঙ্গে নির্বাচন কমিশনের অধীন কেন্দ্রীয় অভিযোগ বুথ নির্বাচন ভবনে খুলতে হবে, যাতে করে কোনও প্রার্থী বা তার প্রতিনিধি বা কোনও ভোটার তাৎক্ষণিক সরাসরি অভিযোগ করতে পারেন এবং সে মতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

০৬. নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী ও অন্যের নির্বাচনী প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অনলাইনে অপপ্রচার রোধে নির্বাচন কমিশনের বিশেষ সেল সক্রিয় থাকতে হবে।

০৭. প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দান পদ্ধতিতে এনআইডি অথবা পাসপোর্টের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশনের সুযোগ দিতে হবে।

০৮. দেশের ভেতরে চাকরিজীবীদের (যেমন আর্মি, পুলিশ, বিডিআর- যারা ছুটি পান না) এবং নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা। অতি বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে যিনি ইচ্ছে করবেন তিনি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।

০৯. ভোটকেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকরা যাতে অবাধে প্রবেশ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের শর্তে গণমাধ্যম কর্মীদেরকে নিরাপদ পরিবেশে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

১০. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে সনাক্তের সুবিধার্থে নির্বাচন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ভোটকেন্দ্রে সব প্রার্থীর নির্বাচনি এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ ও নিরাপদ অবস্থানের ব্যবস্থা করতে হবে।

১১. সুস্পষ্ট ছবিসহ ভোটার তালিকা পোলিং এজেন্টদেরকে যথা সময়ে সরবরাহ করতে হবে।

১২. দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin