ইসফাকের জায়গায় বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা মতিন

ইসফাকের জায়গায় বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা মতিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিতর্কিত মনোনয়নপ্রাপ্ত ইসফাক আহসানকে বাদ দিয়ে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন।

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদে ২৫ জন পরিচালক থাকেন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত এবং ২ জন মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ।

গতকাল সোমবার (৬ অক্টোবর) ঘোষিত নির্বাচনের ফলাফলে ইসফাক আহসানের নাম এনএসসি মনোনীত পরিচালক হিসেবে প্রকাশ পায়। কিন্তু তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই ইসফাককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি।

তার স্থলাভিষিক্ত রুবাবা দৌলা মতিন বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের এক উজ্জ্বল নাম। তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং এয়ারটেল বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দেশের নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার অর্জন করেন।

এফবি/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin