ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় পার্টির একাংশের বৈঠক

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় পার্টির একাংশের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন ও রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, প্রেস এবং তথ্য বিভাগের প্রধান বাইবা জারিনার সঙ্গে  জাতীয় পার্টির একাংশের বৈঠক হয়েছে। জাপা প্রতিনিধ দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-২ নম্বরে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা। এছাড়া উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রথম সচিব (রাজনৈতিক) সেবাস্টিয়ান

আনিসুল ইসলাম মাহমুদ ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলকে জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও বাস্তবে দেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দৃশ্যমান নয়। প্রশাসন বিশেষ দুইটি বড় রাজনৈতিক দলে বিভক্ত। গত ৫ আগস্টের ঘটনাবলির পর জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে— যা এখনও প্রত্যাহার করা হয়নি। অনেক নেতার বিরুদ্ধে বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা রয়েছে।

নির্বাচনের আগে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদেশযাত্রার নিষেধাজ্ঞা না তুললে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।

 ইউরোপীয় ইউনিয়নের নেতারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিষয়ে জাতীয় পার্টির মতামত জানতে চানতে চাইলে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় আমরা স্বাগত জানাই। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। এটি কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে। ফলে বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠেয় আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা— এ নিয়ে গভীর সন্দেহ রয়েছে।

হাওলাদার আরও বলেন, মিথ্যা মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টুপুসহ অসংখ্য নেতাকে বন্দি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের উদ্যোগের কথা বলা হলেও এখনও কিছুই বাস্তবায়ন হয়নি। আমরা এখনও প্রচারণায় নামতে পারছি না। অথচ কিছু দল নির্বিঘ্নে প্রচার চালাচ্ছে।

সার্বিক বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা গণমাধ্যমকে জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের প্রধান জানতে চেয়েছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা। উত্তরে আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তাদের জানিয়েছেন— জাতীয় পার্টি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।

 

Comments

0 total

Be the first to comment.

সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: জাপা মহাসচিব BanglaTribune | জাতীয় পার্টি

সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: জাপা মহাসচিব

জাতীয় পার্টির (জাপা) সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

Oct 11, 2025

More from this User

View all posts by admin