হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে আবুধাবিতে ওয়ানডে সিরিজে মুদ্রার উল্টো পিঠ দেখছে মেহেদী হাসান মিরাজের দল।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ে হারা বাংলাদেশের সামনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এর আগে ওয়ানডেতে ৩২ বার ধবলধোলাইয়ের শিকার হলেও কখনও আফগানিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। পাশাপাশি, মিরাজদের মাথায় নিশ্চয়ই থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও।

আজ ব্যাটিং লাইনআপে পরিবর্তন দেখা যেতে পারে। তানজিদ হাসানের জায়গায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে দেখা যেতে পারে। ওপেনিংয়ে নাইম শেখ এলে মিডল অর্ডারে দেখা যেতে পারে সাইফ হাসানকে। এছাড়া, ফর্মহীন জাকের আলীর জায়গায় শামীম হোসেন একাদশে ফিরতে পারেন।

দলের বড় সমস্যা মিডল অর্ডার ব্যাটিং। এক তাওহিদ হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন লোয়ার অর্ডারের তিন খেলোয়াড় মেহেদী মিরাজ, জাকের আলী ও নুরুল হাসান সোহানরা।

বোলিংয়েও বদল দেখা যেতে পারে। ফিরতে পারেন তাসকিন আহমেদ। ওয়ানডে স্কোয়াডে থাকা নাহিদ রানা এই সিরিজে এখনও কোনো ম্যাচ খেলেননি। সুযোগ দেয়া হতে পারে তাকেও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাহিদ রানা, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin