হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের ৬ কৌশল

হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের ৬ কৌশল

বিদেশে বা দেশের কোনো স্থানে ভ্রমণের সময় নিয়মিত হোটেলে থাকেন অনেকেই। সাম্প্রতিক সময়ে হোটেলকক্ষে গোপন ক্যামেরা বসানোর মতো অভিযোগ উঠছে, যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। প্রযুক্তির সহজলভ্য হওয়ায় গোপন ক্যামেরা এখন ঘড়ি, স্মোক ডিটেক্টর, চার্জার অ্যাডাপ্টর কিংবা সাজসজ্জার জিনিসের ভেতরে সহজেই লুকিয়ে রাখা যায়। আর তাই হোটেলে থাকার সময় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের কৌশলগুলো জেনে নেওয়া যাক।

১. হোটেলকক্ষের চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ

প্রথমেই কক্ষটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কক্ষে থাকা স্মোক ডিটেক্টর, ঘড়ি, বৈদ্যুতিক সকেট, দেয়ালের সাজসজ্জা, খেলনা বা আয়না ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। এগুলোর কোনোটি অস্বাভাবিক জায়গায় বসানো থাকলে বা আশপাশের জিনিসের তুলনায় নতুন মনে হলে ভালোভাবে পরীক্ষা করতে হবে।

২. অন্ধকার করে টর্চলাইট ব্যবহার

ঘরের সব আলো নিভিয়ে টর্চলাইট জ্বালিয়ে হোটেলকক্ষের চারপাশ ভালোভাবে দেখতে হবে। ক্যামেরার লেন্স আলো প্রতিফলিত করে, তাই কোথাও আলোর প্রতিফলন দেখা গেলে বুঝতে হবে, সেখানে ক্যামেরা রয়েছে। আয়না, ঘরের কোণ বা ছবির ফ্রেমও পরীক্ষা করতে হবে।

৩. ফোনের ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড শনাক্ত করা

গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা সম্ভব নয়। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। এ জন্য প্রথমে কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা চালু থাকা অবস্থায় সন্দেহজনক স্থানগুলোর ছবি পরখ করতে হবে। ক্যামেরার পর্দায় যদি ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা যায়, সেটি ইনফ্রারেড আলোর উৎস হতে পারে।

৪. ওয়াই–ফাই নেটওয়ার্কে অচেনা যন্ত্রের সন্ধান

ওয়্যারলেস ক্যামেরা সাধারণত একই ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত থাকে। আর তাই স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের যন্ত্র যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, তবে সতর্ক হতে হবে।

৫. রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার

কম দামের রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করে সহজেই ক্যামেরা বা মাইক্রোফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব। কক্ষে এ ধরনের কোনো যন্ত্র চালু থাকলে ডিটেক্টরে আলো জ্বলে বা শব্দ হবে। ফলে সহজেই গোপন ক্যামেরা শনাক্ত করা যাবে।

৬. আয়না পরীক্ষা করা

আয়নার পেছনে ক্যামেরা লুকানো থাকতে পারে। আর তাই আয়নার নির্দিষ্ট স্থানে আঙুল দিয়ে ভালোভাবে পরীক্ষা করতে হবে। যদি আঙুল ও তার ছবির মধ্যে ফাঁক দেখা যায়, তাহলে বুঝতে হবে, সেটি সাধারণ আয়না। আর ফাঁকা না থাকলে সতর্ক হতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

0 total

Be the first to comment.

ওয়েবসাইটের কুকিজ সংগ্রহের অনুরোধ ভালো না খারাপ, নিরাপত্তাঝুঁকি কতটা Prothomalo | টিপস

ওয়েবসাইটের কুকিজ সংগ্রহের অনুরোধ ভালো না খারাপ, নিরাপত্তাঝুঁকি কতটা

প্রথমবার কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গেলেই পর্দায় দেখা যায় ‘অ্যাকসেপ্ট কুকিজ’ বার্তা। বার্তাটিতে ক্লি...

Sep 18, 2025

More from this User

View all posts by admin