হংকং মিশন শেষে দেশে ফিরেছেন জামালরা, ভিন্ন পথে হামজা

হংকং মিশন শেষে দেশে ফিরেছেন জামালরা, ভিন্ন পথে হামজা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার পর ক্লান্তিকর এক সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বুধবার) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামাল ভূঁইয়া-তারিক কাজিদের বহনকারী বিমানটি।

তবে দলের সঙ্গে ফেরেননি দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা হামজা চৌধুরী। বাড়তি ভ্রমণক্লান্তি এড়াতে এবং দ্রুত ক্লাবে যোগ দিতে তিনি হংকং থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরেছেন। এর আগে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে ঢাকায় ফিরে ইংল্যান্ডে গেলেও এবার দূরত্ব বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

জামাল-তারিকদের বিশ্রামের সুযোগ মেলেনি বললেই চলে। মঙ্গলবার হংকং সময় রাত ৮টায় ম্যাচ খেলার পর হোটেলে ফিরতে তাদের মধ্যরাত পেরিয়ে যায়। এরপর ভোর ৪টার দিকেই ধরতে হয়েছে বিমানবন্দরের পথ। ঢাকার উদ্দেশে রওনা হয়ে কোচ হাভিয়ের কাবরেরার দল দুপুর নাগাদ দেশে পৌঁছায়।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে আবারও দলে পাওয়ার আশা করা হচ্ছে।

হংকং চায়নায় গিয়ে ড্র করার পর কার্যত বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়। এরপর সিঙ্গাপুরের কাছে ভারত হারলে নিশ্চিত হয় বাংলাদেশের বিদায়ও। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে জামাল-হামজাদের জন্য।

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin