আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-৩ শাখা হতে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।
এতে বলা হয়, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করে হজ গমন নিশ্চিত করার অনুরোধ করা হলো।
উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত রোববার (১২ অক্টোবর) পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়সীমা বাড়ানো হবে না বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে এবার পিছু হটলো মন্ত্রণালয়।
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে ছাব্বিশের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
/আরএইচ