হিলিতে অধিকাংশ নলকূপ নষ্ট, খাবার পানির সংকট

হিলিতে অধিকাংশ নলকূপ নষ্ট, খাবার পানির সংকট

দিনাজপুরের হিলিতে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারিভাবে বসানো অধিকাংশ নলকূপ দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে, চরম বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। নলকূপগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের বারবার বলেও কোনও কাজ হচ্ছে না অভিযোগ স্থানীয়দের। তবে অচিরেই বিকল নলকূপগুলো সচল করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হিলি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি মক্তব্যের সামনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে স্থানীয়দের বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ বসানো হয়েছিল। কিন্তু কিছুদিনের ব্যবধানে সেটি নষ্ট হয়ে যায়। বর্তমানে সেখানে নলকূপ নেই। ফলে পানির সংকটে আছেন স্থানীয় লোকজন।

একইভাবে হিলি বাজারে বিএনপি কার্যালয়ের পাশে একটি নলকূপ বসানো হলেও তার হাতল নেই দীর্ঘদিন। শুধু এটি নয় এমন চিত্র উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায়। ৭৮টি নলকূপের অধিকাংশই নষ্ট। নিম্নআয়ের মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে কলগুলো স্থাপনের কিছুদিন পানি পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে না। অনেক নলকূপ আছে, হাতল নেই। আবার কোথাও কলই নেই। আবার কোনোটির সবকিছু থাকলেও পানি উঠে না। এতে গত কয়েক মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন এসব এলাকার বাসিন্দা।

হিলির তারকাটার বাসিন্দা খোদেজা বেওয়া বলেন, ‌‘আমাদের গ্রামে একটি নলকূপ ছিল। পানি নিয়ে খেতাম। কাপড়-চোপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করা যেতো। কিন্তু দেড় মাস আগে নলকূপটা চুরি হয়ে গেছে। যার কারণে আমাদের এখানকার মানুষের পানি খাওয়ার খুব কষ্ট করতে হচ্ছে।’

হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘যেসব নলকূপ বসানো হয়েছে সেগুলো নষ্ট কিংবা চুরির বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে সেগুলো মেরামত করে দেবো। মেরামত করে দিলেই পানির সংকট দূর হয়ে যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা যেসব নলকূপ বসিয়ে দিই, সেগুলো চুরি রোধের নিরাপত্তা দিয়ে বসানো হয়। আর যারা নলকূপগুলো ব্যবহার করে তাদেরও দায়িত্ব থাকে। যেসব নলকূপ বিকল হয়েছে সেগুলো তো কমিউনিটি লেভেলে ঠিক করার কথা। তারপরও যদি কেউ মেরামত করতে না পারে আমাদের জানালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে মেরামতের ব্যবস্থা করা হবে।’

Comments

0 total

Be the first to comment.

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি, ক্লাসে ঢুকে পেটালেন অর্ধশত ছাত্র-ছাত্রীকে BanglaTribune | রংপুর বিভাগ

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি, ক্লাসে ঢুকে পেটালেন অর্ধশত ছাত্র-ছাত্রীকে

এখনও পড়াশোনা করছেন, তবু একটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দো...

Sep 23, 2025

More from this User

View all posts by admin