২০০৩ এর পর ২০২৫। ২২ বছর পর ভারতের বিপক্ষে আবারও জয় পেয়েছে বাংলাদেশ। শেখ মোরসালিনের দারুণ এক গোলে ভারত বধ করেছে লাল সবুজ দল। এশিয়ান কাপ বাছাইয়ে এমন দৃষ্টিনন্দন জয়ের পর সবাই আনন্দে ভাসছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে খেলা দেখেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের পর মাঠে নেমে দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন দলের জন্য।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে হামজাদের জন্য এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
ড্রেসিংরুমে গিয়েও ফুটবলারদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বিষযটি নিশ্চিত করে বলেন, “উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত।”