গ্যালারিতে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ, মাঠে লিভারপুলকে হারাল গালাতাসারাই

গ্যালারিতে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ, মাঠে লিভারপুলকে হারাল গালাতাসারাই

প্রিমিয়ার লিগে তিন দিন আগেই শেষ মুহূর্তের গোলে হারের তেতো স্বাদ পেয়েছিল লিভারপুল। জয়ে ফেরার প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মাঠে নামলেও সেই স্বাদ আরও একবার পেল তারা।

গতকাল রাতে ঘরের মাঠে লিগ পর্বের ম্যাচে ১-০ গোলে জয় পায় গালাতাসারাই। নির্ধারক একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে, সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন।

ম্যাচ শুরুর আগে গালাতাসারাই সমর্থকেরা স্টেডিয়ামে ব্যানার উন্মোচন করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। ব্যানারে লেখা ছিল, “Free Palestine” এবং “Let Gaza Babies Live”। এই সময়ের মধ্যে ইউরোপের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলকে সব ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে তুরস্ক। তুরস্ক ফুটবল ফেডারেশন ফিফা ও উয়েফার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে, যেখানে ফিলিস্তিনের গাজায় চলমান পরিস্থিতিকে “অমানবিক ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করা হয়েছে।

খেলার শুরুটা ছিল অবশ্য লিভারপুলের দাপটে। ১৪তম মিনিটে কোডি হাকপোর শট গোললাইন থেকে রুখে দেয় প্রতিপক্ষ। কিন্তু এরপরই পাল্টা আক্রমণে সুযোগ পায় গালাতাসারাই। ডি-বক্সে ইলমিজকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি, আর সেখান থেকেই গোলের দেখা মেলে স্বাগতিকদের।

পিছিয়ে পড়ার পর একের পর এক সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি লিভারপুল। ৩২তম মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎসের শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক, আর পাল্টা আক্রমণে ওসিমেনের শট রুখে দেন ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন। দ্বিতীয়ার্ধের শুরুতেও দারুণ সেভ করেন তিনি, তবে তাতেই শেষ হয়ে যায় তার রাত। শট ঠেকাতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অভিজ্ঞ এই গোলরক্ষককে। তার বদলি হিসেবে নামেন জিওর্জি মামারদাশভিলি।

আক্রমণের গতি বাড়াতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনে লিভারপুল। মাঠে নামার পরপরই গোলের সুযোগ পান আলেকসান্দার ইসাক, তবে সেটি কাজে লাগাতে পারেননি। কনর ব্রাডলির হেডও লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ দিকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় লিভারপুল। ইব্রাহিমা কোনাতে ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি দেন। তবে ভিএআর চেক করে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় লিভারপুল সমর্থকদের উল্লাস।

অবশেষে আর গোল না পাওয়ায় টানা দ্বিতীয় ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। অন্যদিকে আসরে প্রথম জয় তুলে নিয়ে ৩ পয়েন্টে ১৮তম স্থানে উঠেছে গালাতাসারাই, সমান পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে লিভারপুল।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin