গুঞ্জনের মাঝে অহনকে নিয়ে আবেগঘন অনীত!

গুঞ্জনের মাঝে অহনকে নিয়ে আবেগঘন অনীত!

প্রেমের গুঞ্জনের মাঝে সহ–অভিনেতা অহন পান্ডে–কে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন অনীত পাড্ডা। অহনকে তিনি আখ্যা দিয়েছেন ‘পৃথিবীর অন্যতম সেরা মানুষ’ হিসেবে। ২৫ নভেম্বর রাতে দিল্লিতে তাদের প্রথম ক্যারিয়ার–পুরস্কার গ্রহণের মঞ্চে উঠে এই কথা বলেন অনীত।

অভিষেক ছবি ‘সাইয়ারা’র জন্য পাওয়া এই পুরস্কার হাতে নিয়ে অনীত ও অহন দু’জনেই তাদের বাবা–মা, পরিবার এবং পরস্পরের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তব্য রাখতে গিয়ে এক সময় আবেগে চোখ ভিজে ওঠে অনীত পাড্ডার। তিনি বলেন, ‘আমার সহ–অভিনেতা এবং আমার সবচেয়ে ভালো বন্ধু অহন পান্ডেকে ধন্যবাদ। শুটিংয়ের সময় অনেকবার কঠিন পরিস্থিতি এসেছে, আর প্রতিবারই সে আমার পাশে থেকেছে। আজ এই মঞ্চে পৃথিবীর সেরা মানুষদের একজনের সঙ্গে দাঁড়িয়ে আছি আমি—এর চেয়ে সুন্দর অনুভূতি হয় না।’ 

অনীতের এই কথায় মঞ্চেই আবেগাপ্লুত হয়ে পড়েন অহনও। পরে দু’জনে আনন্দে একসঙ্গে নাচেন এবং উষ্ণ আলিঙ্গনে মুহূর্তটি উদযাপন করেন। jwARI.fetch( $( "#ari-image-jw692ae4f350849" ) ); পুরস্কার গ্রহণ করে অহন পান্ডেও কৃতজ্ঞতা জানান তার পরিবার, বন্ধু এবং ছবিটির পুরো ইউনিটকে। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান পরিচালক মোহিত সুরি, প্রযোজক আদিত্য চোপড়া এবং কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে। অহনের ভাষায়, ‘‘যারা আমাকে বিশ্বাস করেছেন, পুরো ‘সাইয়ারা’ টিম, ফিল্ম ক্রু—এটা অনেক সময় অকৃতজ্ঞ একটি কাজ, কিন্তু আপনাদের ছাড়া কিছুই সম্ভব হতো না। মিডিয়া আর দর্শক—এই সম্মান আমার কাছে সবকিছু।’’

অহন-অনীতের ডেটিং গুঞ্জন চললেও, মঞ্চে দু’জনের পারস্পরিক সম্মান, বন্ধুত্ব আর আবেগই আপাতত সবচেয়ে বেশি নজর কাড়ছে ভক্তদের।

কিছু দিন ধরেই অহন ও অনীতের সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছে ভক্তমহলে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অহন এই গুঞ্জনের জবাব দিয়ে বলেন, তিনি বর্তমানে সিঙ্গেল। তার কথায়, ‘অনীত আমার সবচেয়ে ভালো বন্ধু। ইন্টারনেট ভাবে আমরা একসঙ্গে আছি, কিন্তু তা নয়। কেমিস্ট্রি মানেই সব সময় রোমান্স নয়—এটা স্বচ্ছন্দ, নিরাপত্তা আর বোঝাপড়ার ব্যাপারও। আমরা দু’জন তা অনুভব করেছি। সে আমার প্রেমিকা না হলেও, অনীতের সঙ্গে যেমন বন্ধন, তা আর কারও সঙ্গে হবে না।’ jwARI.fetch( $( "#ari-image-jw692ae4f350877" ) ); কাজের দিক থেকে অহন শিগগিরই পরিচালক আলি আব্বাস জাফর–এর একটি রোম্যান্টিক অ্যাকশন ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। যেখানে তার সহ–অভিনেত্রী হিসেবে থাকবেন শর্বরি ওয়াঘ এবং ঐশ্বরি ঠাকরে। অন্যদিকে অনীত পাড্ডা অভিনয় করবেন ‘শক্তি শালিনি’র প্রধান ভূমিকায়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin