গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় এনসিপির নিন্দা

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় এনসিপির নিন্দা

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মনে করে সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কারণ গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে দলটির পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে বিএনপিকে সাংগঠনিক  ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপি বিশ্বাস করে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে। তাই জাহিদুল ইসলামসহ নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে দলটি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে দৈনিক আমার দেশের প্রতিবেদক জাহিদুল ইসলাম ভিডিও করছিলেন। এ সময় তাকে মারধর ও মোবাইল ফোন কেড়ে নেন কার্যালয়ের কয়েকজন স্টাফ। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin