গুলিতে নিহত সেই বুয়েট শিক্ষার্থী সনি হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার

গুলিতে নিহত সেই বুয়েট শিক্ষার্থী সনি হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার

ঢাকা: ২০০২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে র‍্যাব সদর দপ্তর থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। বুয়েটের কেমিপ্রকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি সেদিন ক্লাস শেষে বুয়েটের হলে ফিরছিলেন। সেই সময় বুয়েট শিক্ষার্থীর গুলিতে সনির মৃত্যু নিয়ে ঢাকা সহ দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin