গুজব ছড়িয়েও সম্প্রীতি নষ্ট করতে পারেনি অপপ্রচারকারীরা: আনসার মহাপরিচালক

গুজব ছড়িয়েও সম্প্রীতি নষ্ট করতে পারেনি অপপ্রচারকারীরা: আনসার মহাপরিচালক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, গুজব ছড়িয়েও সম্প্রীতি নষ্ট করতে ব্যর্থ হয়েছে অপপ্রচারকারীরা। এমন সম্প্রীতি আর উৎসবের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় চিনতলা চন্ডিমন্দিরের পূজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই বছর ডিজিটাল পদ্ধতিতে দেশের ত্রিশ হাজার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এটা ছিল পরীক্ষামূলক। এতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে। দুর্গাপূজার মতোই জাতীয় নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, মো. আশরাফুল আলম, ৫১ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল আহসান উজ জামান, রূপগঞ্জের সহকারী কমিশনার তরিকুল আলম, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ স্থানীয় সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin