চট্টগ্রামের মীরসরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল কর্মী মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) রাতে মীরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার জাবেদ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের ফিরোজ আহম্মদের ছেলে। এর আগে ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, উপজেলার একটি বাড়িতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন গৃহবধূ। স্বামী-সন্তানদের হত্যার হুমকি দিয়ে গত আট মাসে একাধিকবার তাকে ধর্ষণ করে জাবেদ। কয়েকদিন আগে গৃহবধূ ঘরে না থাকায় তার কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় জাবেদ। পরে থানায় মামলা করেন।
এ বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন বলেন, ‘অভিযুক্ত জাবেদ হোসেন যুবদলের কর্মী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতো। তবে যুবদলের কোনও পদে নেই সে।’
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’