গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা জাতীয় পার্টি: হাসনাত আবদুল্লাহ

গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা জাতীয় পার্টি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা জাতীয় পার্টি। বিগত দিনে তারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল। আগামী নির্বাচনে তাদের ওপর ভর করেই আওয়ামী লীগ ফিরতে পারে। তাই অবিলম্বে জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় নির্বাচনের সময় যেকোনও পরিবেশ সৃষ্টি হলে সরকার ও নির্বাচন কমিশন দায়ী থাকবে।’

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সমাপনী দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সাক্ষাৎকার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ আর ফিরবে কি-না সে প্রশ্নের আগে হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘অনেক দলে গণতন্ত্র নেই। আমরা দলীয় গণতন্ত্র চর্চা করছি।’

তিনি অভিযোগ করেন, ‘বিগত দিনে মনোনয়ন বাণিজ্য হয়েছে। নতুন বন্দোবস্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় এনসিপি।’

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক বলেন, ‘মধ্যরাতে ডিসি ভাগাভাগি হয়। একটি পাতানো নির্বাচনে বাধ্য করা হলে জনগণের রাস্তায় নেমে আসবে। তাই আগামী নির্বাচন প্রশাসনকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করতে হবে। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্বের পরিচয় দিতে হবে। মানুষের পক্ষে থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আনুষ্ঠানিক শেষ হয়েছে। তবে অল্প কয়েকজন এখনও বাকি রয়েছেন। আগামী দু-একদিনের মধ্যে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin