গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান সংলাপের অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনি সংলাপের শুরু হয়েছিল সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের দিয়ে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

মো. আশাদুল হক জানান, ৬ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আমন্ত্রণপত্র ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই পাঠানো হবে।

গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনি সংলাপ শুরু করে এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

ইসি কর্মকর্তারা বলেন, আগামী ৭ অক্টোবর নারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin