‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক মানবাধিকারকর্মীদের মুক্তি দাবি

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক মানবাধিকারকর্মীদের মুক্তি দাবি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকারকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন ‘কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মানবাধিকারকর্মী, লেখক, কবি, বুদ্ধিজীবীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, তাঁদের অবস্থান ফিলিস্তিনের মানবতার পক্ষে। ফিলিস্তিন ইস্যুতে টু-স্টেট সলিউশন (দ্বিরাষ্ট্রীয় সমাধান) নয়; পুরো ফিলিস্তিনকে স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা আরও বলেন, বিশ্বের কিছু শক্তিশালী রাষ্ট্র ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে শুরু করেছে, যা একটি ইতিবাচক সংকেত। তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনকে মানবিক ও রাজনৈতিকভাবে সমর্থন দিতে আহ্বান জানান। এ ছাড়া নৌবহরে যাওয়া শান্তিকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।

আটক মানবাধিকারকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, যাঁদের বন্দী রাখা হয়েছে, তাঁদের নির্দ্বিধায় নিঃশর্ত মুক্তি দিতে হবে। সবচেয়ে বড় দাবি হলো—ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা দ্রুত বন্ধ করতে হবে; ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ায় বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে স্যালুট জানান তাঁরা। একই সঙ্গে তাঁর সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করা হয়।

সমাবেশ শেষে একটি মিছিল করে ‘কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে আবার শাহবাগে ফিরে শেষ হয়। এ সময় তাঁরা ‘ফর দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025

More from this User

View all posts by admin