গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আশিক মিয়ে (২৪) দগ্ধ হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে ৬ নং সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে ঘটনাটি ঘটে। আশিক মিয়ে চরবাখরবার গ্রামের অলোক মিয়ের ছেলে।

তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে ঢাকা বার্ণ ইউনিটে রেফার করেন। 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল কর্মকর্তা ডাক্তার শাহনাওয়াজ জানান, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাই তাদের রেফার্ড করা হয়েছে। যদিও তাদের শ্বাসনালী মোটামুটি ঠিক আছে, তবে তাদের শরীরের প্রায় ৫০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শৈলকপাল থানার কর্মকর্তা মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin